অকালবোধন!…. সোশাল মিডিয়ায় বিপুল সাড়া। না দেখলে মিস্‌ করবেন।

প্রাণচঞ্চল শৈশব কিভাবে অকালে বন্দী হয় খাঁচায়। সোশাল মিডিয়ায় বেশ সাড়া জাগালো এই আলোকচিত্র। হয়তো আমাদের মধ্যে অনেকের জীবনের সাথে মিলে যায় এই কাহিনী। দেখুন স্থির আলোকচিত্রের মাধ্যমে গল্প। গল্পটি দেখুন এবং শেয়ার করুন।

দৃশ্য – ১

থাকবে নাকো বদ্ধ ঘরে , তোমার খুকু বড় হবে ।
ধ্বংস করে অকাল বোধন,গড়বে এক মানব বাঁধন । 
যেথা নারী-পুরুষ পুরুষ-নারী
সমান ভাগের ভাগিদারি।



দৃশ্য – ২

একের পিঠে দুই, চৌকি পেতে শুই। 
চু কিত কিত তা , শ্বশুর বাড়ি যা ।

দৃশ্য – ৩

স্রান্তো করে পুতুল খেলা, এবার আমার যাওয়ার পালা । 
পুতুল খেলা ছেড়ে মাগো কেমনে খেলি মানুষ খেলা ?



দৃশ্য – ৪

এবার আমায় খান্ত দে মা, অনেক হলো সারা। 
পারছি না আর নিঠুর রোদে অনেক হল বেলা।

দৃশ্য – ৫

প্রানের সাথী, খেলার সাথী ভুলোনা আমায়। 
হয়তো আমি ফিরবো না আর তোমার আঙ্গিনায়।

দৃশ্য – ৬

খেলার পুতুল হারিয়ে গিয়ে, উঠল বেড়ি পায় । 
দাও মা বিদায় তোমার খুকুর শিকল পরা পায় 



দৃশ্য – ৭

পুতুল মানুষ খেলার তরে পরতে হয় বেড়ি ?
এমন খেলা চাইনা মাগো তোমার সাথে আড়ি ।

দৃশ্য – ৮

হে আমার খেলার পুতুল কে লোকাল তোমায় ?
এসো না তুমি এমন দিনে সংগ দেবে আমায়।

দৃশ্য – ৯

স্বপ্ন আজ স্বপ্ন হলো, সুরুর আগেই স্তব্দ হলো । 
সিঁদুর রাঙ্গা সাঁঝ আকাশে সূর্য অস্ত গেলো ।


দৃশ্য – ১০

হারিয়ে গেলো খাতা কলম, হারিয়ে গেলো সাথী । 
তোমায় বিনা কেমনে মা-গো থাকবে তোমার খুকী । 

আরও জনপ্রিয় খবর জানতে ক্লিক করুন

বিঃদ্রুঃ আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রাণিত করবে।

Comments

comments

এই সংক্রান্ত আরও খবর